ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, তারুণ্যের আরেক নাম যেখানে তরুনরা কাজ করছে নিজেদের পরিবর্তনের মাধ্যমে সমাজ তথা দেশ পরিবর্তনে। অসংখ্য সফলতার গল্পগাথায় পরিপূর্ণ সংগঠনটি ষষ্ঠ বছর শেষ করবে কিছুদিন পর।
তরুন সমাজের সার্বিক উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। সুখী সমৃদ্ধ শান্তি পূর্ণ দেশই আগামীর বাংলাদেশ এর উন্নয়নের চালিকাশক্তি।
তাই ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এর নানামুখী কাজের অন্যতম সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুনদের ভুমিকা, দক্ষতা বৃদ্ধি সহ অংশগ্রহণ মূলক সমাজ ব্যবস্থাতে তরুনদের উৎসাহিত করা যাতে করে সম্প্রতির বাংলাদেশ গঠিত হয়।
তারই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই, ২০১৯ তারিখে বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়াম, জাতীয় মহিলা পরিষদ, ১৪৫ বেইলি রোড, ঢাকা, তে আয়োজিত হতে যাচ্ছে ” ন্যাশনাল পিস কার্নিভাল ২০১৯”।
তারুণ্যের হাত ধরেই গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ দেশ। কার্নিভালে অংশগ্রহণ করে একজন তরুন বিশ্বশান্তি প্রতিষ্ঠার নেতৃত্বের গুণাবলী জানার পাশাপাশি নিজেকে পিস লিডার হিসেবে গড়ে তোলার সু্যোগ পাবে।
বিশ্বশান্তি নিয়ে বিশ্বব্যাপী কর্মরত গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সরাসরি কথা বলার সুযোগের পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিজের চিন্তাধারা তুলে ধরার সুযোগও রয়েছে কার্নিভালে। এবারের কার্নিভালের বিশেষ আকর্ষণ ”ছবি প্রদর্শনী ” । কার্নিভালের মুল মন্ত্র” চল গড়ি শান্তির বাংলাদেশ”।
এছাড়া দিনব্যাপী রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরষ্কার। কার্নিভালে অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে http://npc.youthclubofbangladesh.org/ লিংকটিতে।