সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পুলিশের মারামারির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘুষের টাকার ভাগাভাগি নিয়ে দুজনের দ্বন্দ্ব চরমে পৌঁছালে প্রথমে হাতাহাতি পরে লাঠালাঠিতে জড়িয়ে পড়েন এই দুই পুলিশ।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে গত ১১ আগস্ট রবিবার ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ থানার অধীনে এক এলাকায়।
এ ব্যাপারে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই, অপরাধ বিভাগের এসপি আশুতোষ মিশ্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের এরিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।