ফাইভ স্টার হোটেলগুলো প্রায়ই সমালোচিত হয় সব পণ্যের অতিরিক্ত দাম রাখার কারণে। এ ধরণের হোটেলগুলোর সার্ভিস ভালো থাকায় তারা বেশি মূল্য ধরে থাকে।
তাই বলে ডিমের হালি ২২২৯ টাকা ধরাটা বেশ বাড়াবাড়ি। ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদের একটি হোটেলে।
হোটেলে উঠেছিলেন মিউজিজ ডিরেক্টর শেখর রাজভিয়ানি। সকালে নাস্তার জন্যে তিনটি সেদ্ধ ডিম অর্ডার করেছিলেন তিনি। নাস্তা শেষে বিল দেখে চোখ কপালে ওঠে যায় তার।
বিলে তিনটি সেদ্ধ ডিমের দাম ধরা হয়েছে ১৬৭২ টাকা! এ হিসেবে এক হালি ডিমের দাম পড়ে ২২২৯ টাকা। শেখর বিলের ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করার পর নেট দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে এ নিয়ে।