পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আজ মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা।
এদিকে শাওয়ালের চাঁদ সোমবার দেখা যাওয়ায় মঙ্গলবার (৪ জুন) ঈদুল ফিতর উদযাপন করেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।
এবার বাংলাদেশে রোজার ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ৪ থেকে ৬ জুন। ঈদ পিছিয়ে যাওয়ায় ছুটিও একদিন বাড়বে। তবে ৭ জুন শুক্রবার হওয়ায় সেদিন এমনিতেই সরকারি ছুটি।
চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহর সভাপতিত্বে ওই সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।