ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল পৌর শহরে ‘রাণীশংকৈল ডিগ্রী কলেজ’এর পশ্চিম পাড়ায় আনুমানিক সকাল সাড়ে ৭ টায় ইউনুস আলী (পিয়ন)এর বাসায় (ছাত্রি নিবাস) এ গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রির মৃত্যু্র ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, রাণীশংকৈল ডিগ্রী কলেজের (ডিগ্রি) প্রথম বর্ষের ছাত্রি সীমা রায় (১৯) নামে, ঐ ছাত্রি সোমবার ২ সেপ্টম্বর সকাল আনুমানিক ৭ দিকে তার শোয়ার ঘরের বাশেঁর বিমের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায় । সীমা রায় হরিপুরের মালিপাড়া চৌরঙ্গী গ্রামের নিখিল চন্দ্ররায়ের কন্যা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে রানিশংকৈল থানার ওসি আবদুল মান্নান বলেন, ছাত্রীটির লাশ উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে ।