ছোট পর্দার অভিনেতা রাবেল আহমেদ প্রথমবার কোন পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। মোস্তফা ইউপিভিসি ডোর নামের ওই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন কাজী আওসাফ রেজা।
সম্প্রতি রাজধানীর মোহাম্মাদপুরে বিজ্ঞাপনটির চিত্র ধারণ করা হয়। সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে নির্মিত বিজ্ঞাপন চিত্রটিতে রাবেল আহমেদ ছাড়াও মডেল হয়েছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত ও কাজী মনিষা জেসিন। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন ইফফাত বিনতে কালাম।
বিজ্ঞাপন প্রসঙ্গে অভিনেতা রাবেল আহমেদ বলেন, বেশ কিছু নাটকে কাজ করা হলেও এবারই প্রথম বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হলো। এজন্য মোস্তফা গ্রুপ ও পরিচালক কাজী আওসাফ রেজার কাছে আমি কৃতজ্ঞ। কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত স্যারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।সবমিলে কাজটি বেশ উপভোগ্য ছিল।
পরিচালক কাজী আওসাফ রেজা বলেন, সম্পর্কের খাতিরে বন্ধু রাবেল আহমেদকে আমি সুযোগ দেইনি। আসলেই সে এমন কাজ ডিজার্ব করে। আশাকরি সামনে তার সাথে আরও কাজ হবে।
বিজ্ঞাপনটি খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলেও নির্মাতা জানিয়েছেন।