প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (এপিএস) পদে নিয়োগ পেলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী নিশাত রসুল।
বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২২তম বিসিএস ফোরামের সভাপতির দায়িত্ব পালনকারী এ কর্মকর্তা হলেন পিএসসি’র প্রাক্তন সদস্য, ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ এবং বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুলের কন্যা। তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামে।
কাজী নিশাত রসুলের স্বামী ঢাকা জেলার এডিসি মোঃ শহীদুল ইসলাম।