প্রায় বাংলাদেশে ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় বুলবুল। স্যাটেলাইট ফটোতে দেখা যাচ্ছে, উপকূলে আছড়ে পড়ার খুব কাছাকাছি অবস্থায় পৌঁছে গেছে ঝড়টি। ফটোতে আরো দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি শ্যামনগর, পাথরঘাটা ও কলাপাড়ার দিকে এগুচ্ছে। শনিবার (৯ নভেম্বর) রাত পৌনে আটটায় স্যাটেলাইটে এভাবেই ধরা দিয়েছে বুলবুল।
উপকূল পার হয়ে বুলবুল বয়ে যাবে দেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে। একমাত্র রংপুর জেলা ছাড়া সব জেলাতেই বইবে ঝড়ো হাওয়া ও সাথে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
আগামী ২৪ ঘণ্টা পুরো বাংলাদেশে এর প্রভাব থাকবে। বুলবুলের প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী কলকাতাতেও। বিভিন্ন জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।