পরকীয়ার বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ ‘ইউজিবি’। ‘পরকীয়ার আইন পাস’ ও ‘পুরুষ নির্যাতনের আইন পাস’, শিরোনামের ব্যানারে মানববন্ধনে ছিলেন বিভিন্ন পেশাজীবী মানুষ এবং ইউজিবি’র সদস্যগণ।
উল্লেখ্য,সূদুর অস্ট্রেলিয়া প্রবাসী বি.খন্দকার (Founder,UGB) গত কীছুদিন ধরেই তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সমাজ ও দেশের ভাইরাস খ্যাত পরকীয়ার বিরুদ্ধে বেশ গঠনমূলক সমালোচনা করে আসছিলেন|তারই ধারাবাহিকতার ফসল আজকের এই ব্যতিক্রমী মানববন্ধন|
রবিবার (১ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তরা বলেন, ‘পরকীয়াকে না বলুন’। এটা শুধু মাত্র একটা স্লোগান নয়; এর মধ্যে জড়িয়ে আছে শত শত মানুষের সংসার ভেঙ্গে যাওয়ার নিষ্ঠুর কাহিনী। পরকীয়ার ফলে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। ভেঙ্গে যাচ্ছে অনেক স্বপ্ন। অনিশ্চিত হয়ে পরছে ভবিষ্যৎ প্রজন্মের জীবন। আমরা আন্দোলন করছি পরকীয়ার বিরুদ্ধে।