গত ৩ নভেম্বর ২০২০ তারিখে স্বাক্ষরিত হয়ে গেলো বাংলাদেশের ১ম রিকমার্স ব্র্যান্ড সোয়াপ ও ওপো এর মাঝে এক্সচেঞ্জ অফার চুক্তি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোয়াপ এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পারভেজ হোসেন এবং সোয়াপ ও লাইভঅয়ার বিডি এর ডিরেক্টর জনাব তন্ময় সাহা, এছাড়া ওপো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বো লিউ, ডেপুটি মার্কেটিং ডিরেক্টর ও জনাব রফিকুল আওয়াল, এসিস্টেন্ট ম্যানেজার- ট্রেড এন্ড প্রমোশন।
এই এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ক্রেতারা তাদের নির্দিষ্ট মডেলের পুরাতন ফোন ওপো এফ সিরিজের মডেলের সাথে এক্সচেঞ্জ করেই পাবে আকর্ষণীয় ক্যাশ ব্যাক ও পুরাতন ফোনের উপর এক্সট্রা ক্যাশ।