ফরিদপুরের মধুখালীতে বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী পালন

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০২০-০৬-০৫ ২০:৪৪:২০, আপডেট: ২০২০-০৬-০৫ ২০:৪৬:৫০

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭ তম অধিবেশন জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে প্রতিবছর ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্ত অনুসারে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে জাতিসংঘ পরিবেশ ( UN Environment) এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “Biodiversity” অর্থাৎ জীববৈচিত্র বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

আর এই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুন) সকালে ফরিদপুরে “বিশ্ব পরিবেশ দিবস” ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে রাঙামাটি জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

ফরিদপুর মধুখালী প্রত্যন্ত অঞ্চলে সম্মিলিত ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী জুনায়েদ রাব্বি পিয়াস ছাত্রলীগের চেতনা ধারণ করে সে তার নিজ উদ্যোগে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ,এসময় সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আমান উল্লাহ আমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী সারা দেশে বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবুজ বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধ পরিকর। ছাত্রলীগ শুধু ছাত্র সংগঠনই নয়, এটা একটি মানবিক সংগঠন।

বন্যা কিংবা ঝড়, সব সময় মানুষের দুর্দিনে পাশে দাঁড়ায় ছাত্রলীগের নেতাকর্মী। বিপন্ন পরিবেশ রক্ষায় আমাদের সবুজের বনায়ন গড়ে তুলতে হবে। সেই সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তার পাশে, বাড়ির আঙ্গিনায়, স্কুল-কলেজ চত্বরসহ আশপাশ এলাকায় বৃক্ষরোপণ করছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

বক্তারা আরো বলেন, কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়ার পরপরই সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীদের বৃক্ষরোপণের খবর আমরা পাচ্ছি। যারা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।