সৌদিতে ২৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০৮-০৩ ২৩:৩১:৪৩

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে বিভিন্ন কারণে এখনও পর্যন্ত ২৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩ আগস্ট) ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এই তথ্য জানা গেছে।

বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত বিভিন্ন কারণে ৩ জন মহিলাসহ ২৯ জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ২৪ জন মদিনায় ৪ জন ও জেদ্দায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন।

মৃত হজযাত্রীরা হলেন- মজিবুর রহমান খান (উজিরপুর, বরিশাল), মো. আফসার আলি (পত্নীতলা, নওগাঁ), মো. দেলওয়ার হোসেন (কামারখন্দ, সিরাজগঞ্জ), মো. আলী (নরসিংদী সদর, নরসিংদী), মো. আবুল হোসেন (গাজীপুর সদর, গাজীপুর), আব্দুল বারেক (ধানমন্ডি, ঢাকা), মো. শাজাহান (ফেনী সদর, ফেনী), আব্দুল জালাল মিয়া (কালকিনী, মাদারীপুর), আনোয়ারা খাতুন (তালা, সাতক্ষীরা), মো. আব্দুল জলিল (উলিপুর, কুড়িগ্রাম), আব্দুল মালেক শেখ (কচুয়া, বাগেরহাট), মো. গোলাম মোস্তফা তালুকদার (ফুলপুর, ময়মনসিংহ), মো. ইদরিস আলি (কলারোয়া, সাতক্ষীরা), লুৎফুর রহমান (মির্জাপুর, টাঙ্গাইল), ফয়েজ উল্লাহ্ (মনোহরগঞ্জ, কুমিল্লা), মো. জাহাঙ্গীর হোসেন (লালপুর, নাটোর), মো. আব্দুল খালেক (মুলাদী, বরিশাল), আবু তালেব (চকরিয়া, কক্সবাজার), শফিউজ্জামান (কক্সবাজার সদর, কক্সবাজার), আব্দুল মান্নান মাল (জাজিরা, শরিয়তপুর), মোসা. কুলসুম বেগম (গোদাগাড়ী, রাজশাহী), মোহাম্মাদুল হক (পটিয়া, চট্টগ্রাম), মো. আব্দুস সালাম (দোহার, ঢাকা), মুহাম্মাদ মোহরাম আলি (ব্রাক্ষ্মণ পাড়া, কুমিল্লা), বেগম তাহমিনা নাসরিন (মোহাম্মদপুর, ঢাকা), আফজাল হোসেন (আদমদিঘী, বগুড়া), আবুল হাশেম (মুরাদনগর, কুমিল্লা), মো. শালজার রহমান (সোনাতলা, বগুড়া), সালাম (পল্লবী, ঢাকা)।

বুলেটিনে আরও বলা হয়, সৌদি আরবে হজ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৪৬ হাজার ৩৯ জন হজযাত্রী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ২ আগস্ট ২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ৩২১টি হজ ফ্লাইটে ১ লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে শুরু হয় এ বছরের হজ ফ্লাইট। শেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে আগামী ৫ আগস্ট। এবার ৫৯৮টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯ শত ২৩ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।