চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়েছিলেন সোহেল তাজ। যাতে শেষে লেখা আছে সোহেল তাজ আসছেন আপনারা দরজার। ভিডিওতে দেখ যায় বাসা থেকে প্রস্তুত হয়ে একটি গাড়িতে উঠেছেন তিনি। এরপর আরেক বাড়ির সামনে থেমে দরজায় গিয়ে কড়া নাড়ছেন।
কেউ কেউ প্রশ্ন তুলছেন আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে সোহেল তাজ। তার ভক্ত-শুভাকাঙক্ষী থেকে শুরু করে ফলোয়ার এবং ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন কমেন্ট বক্সে। অনেকেই ধারণা করেন ফের রাজনীতিতে ফিরছেন তরুণ এ রাজনীতিবিদ। সেই বার্তাই দিয়েছেন স্ট্যাটাসে।
এ বিষয়ে আজ রোববার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সোহেল তাজ। যাতে তিনি লিখেছেন, টিজার তো দেখেছেন, অনেক অপেক্ষাও করেছেন- আনুষ্ঠানিক ঘোষণা ১৮ জুলাই ২০১৯।
প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।