ফুসফুসের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে লাইফ সাপোর্টে রয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলন।
তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য নেতাকর্মী-সমর্থকেরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
শুক্রবার দুপুরে আমজাদ হোসেন মিলনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী বলেন, বাবা বেশ কিছুদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। শনিবার (১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিউতে লাইফ সাপোর্টে রয়েছেন। বাবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।