ডেঙ্গু পরিস্থিতিতে বিদেশ থেকে ওষুধ আনার প্রক্রিয়ার সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, ‘আমি মন্ত্রী থাকলে ১০ ঘণ্টার মধ্যে ওষুধ আনতাম।’ এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিদেশে থাকারও সমালোচনা করেন তিনি।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশের সদস্যরা সংসদ সদস্যদের ফোন ধরেন না বলে দাবি করে অলি বলেন, ‘২ লাখ পুলিশ এ সরকারকে নির্বাচিত করেছে। জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। এখনকার সাংসদরা ফোন করলে পুলিশ কর্মচারী তাদের ফোন ধরে না। পুলিশ মনে করে সাংসদরা তাদের বানানো সাংসদ। এখন রাজনীতিবিদদের কোনো সম্মান নেই।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স ও মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা বিবেচনা করে তাকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান অলি।বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর কাছে খালেদা জিয়া সম্মান পেলেও নিজ দেশের লোকের কাছে তা পাচ্ছেন না।’
অলি আহমদ অভিযোগ করেন, ‘জাতির পিতার সন্তান বলে যারা দাবি করেন তাদের কাছে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান নেই।’
সংবাদ সম্মেলনে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, ২০ দলীয় জোট শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের মুনির হোসেন কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন।