বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমেরিকায় এর ভয়াবহতা সব থেকে বেশি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ দেশটিতে আক্রান্ত হয়েছে। এবার আমেরিকার মতোই তাদের বন্ধু রাষ্ট্র ইসরায়েলে ভয়াবহতা দেখানো শুরু করেছে শক্তিশালী করোনা।
এরই মধ্যে ইসরায়েলে ৩ হাজার ৮৬৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছন ৮৯ জন। দেশটিতে মারা গেছেন ১২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ইসরায়েলি পর্যটকের মৃত্যু হয়েছে ইতালিতে। আশঙ্কাজনক অবস্থায় আছে ৬৬ জন। পশ্চিম তীরে ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। শুধু গাজায় ৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আক্রান্ত প্রথম দুজন সম্প্রতি পাকিস্তান ভ্রমণ করেছিলেন।
এদিকে রোববার (২৯ মার্চ) রাত পর্যন্ত লকডাউন জারি করেছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। করোনা আতঙ্কে কোয়ারেন্টাইনে আছেন দেশের ১০ হাজার মানুষ। এছাড়া করোনা মোকাবিলায় স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, বিনোদনমূলক প্রতিষ্ঠান ও যেকোনো প্রকার জনসমাগমের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল সরকার।