প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা গরীব ও অসহায়দের বৈদ্যুতিক সংযোগ নিতে অক্ষম এমন মানুষের মাঝে সোলার প্যানেল বিতরণ এর শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
আজ সকাল ১১ টায় সাংসদের নিজ বাসভবনে ১১৬টি সোলার প্যানেল বিতরন কর্যক্রম অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন ও বালিয়াডাংগী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দবিরুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন, হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি মোহন সিংহ ও সাধারণ সম্পাদক প্রভাষক সুজন ঘোষ, সাংগঠনিক সম্পাদক জগদীশ শর্মা মগেন।
এসময় সাংসদ তার বক্তব্যে বলেন আমার নির্বাচনী এলাকার এমন একটি বাড়ি থাকবেনা যেখানে বিদ্যুত থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
উল্লেখ্য যে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে ওয়েলফেয়ার ফাউন্ডেশন।