কক্সবাজার জেলার চকরিয়ার উপজেলার মাতামুহুরি নদীর একটি শাখা ইলিশিয়া হয়ে ডেমুশিয়া ক্রসডেম সুইস গেইট এ সাগরে এর সঙ্গে মিলেছে।
এটা মুলত নুনা জল যাতে এলাকায় ডুকতে না পারে তার ব্যবস্থা।
কিন্তু এই শাখা খালটি প্রতি বৎসর ইজারা দেওয়ার কারনে বন্যার সময় ও ইজারাদার বেশি লাভের সম্ভাবনায় ভরা বর্ষা মৌসুমেও তা বন্ধ রাখার চেষ্টা করে।
তাই আজ চকরিয়া উপজেলা কর্মকর্তা
সরেজমিনে তদন্তের মাধ্যমে উক্ত সুইস গেইট খুলে দিয়ে আগামীতে যাতে এ ধরনের কর্মকাণ্ড আর না ঘটায় তার জন্য সতর্ক করে জালে পাওয়া
মাছ গুলো স্থানীয় প্রতিদান মারফত বদরখালী একটি এতিম খানায় দান করেন।
এতে করে চকরিয়ার একটি বৃহত্তর অংশ বন্যার কবল থেকে রক্ষা পেল ।
তাই এলাকায় জনস্বার্থে এ কাজ করায়
জনগন উক্ত নির্বাহী কর্মকর্তার প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন ।