২৯ আগস্ট বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে । তাই সড়ক দুর্ঘটনা কে প্রতিরোধ করার জন্য গ্রহণ করা হয়েছে এক সমম্বিত পদক্ষেপ।
এই পদক্ষেপকে বাস্তবে রূপ দিতে ও সড়ক দুর্ঘটনা প্রতিহত করতে২৯ মাইল হতে মুন্সিরহাট পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার রাস্তা পরিদর্শন করেছেন ঠাকুরগাঁ জেলা প্রশাসক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, সওজ, বিআরটিএ, বনবিভাগ ও ফায়ার সার্ভিস ।
পরিদর্শনে ২৯ মাইল ডিভাইডার, বড় খোচাবাড়ী, ছোট খোচাবাড়ী , বাস স্ট্যান্ড ও সালন্দর চৌধুরীহাট জায়গাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুল রহমানের সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে যেভাবে দুর্ঘটনা ঘটছে এতে মানুষের মনে রাস্তায় চলাচল নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
তাই দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য সমম্বিত পদক্ষেপ ও কিছু সুপারিশ গ্রহণ করা হয় । যা অচিরেই পরিবহন সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে ।