দেশে যেখানে পেঁয়াজের বাজারে আ’গুন।ধাপে ধাপে পেঁয়াজের দাম বেড়েয় চলেছে। যেখানে আমাদের বন্ধু রাষ্ট ভা’রত আমাদেরকে পেঁয়াজ না দিয়ে মিয়ানমা’রকে পিয়াজ দিচ্ছে।যেখানে অ’সাধু ব্যবসায়িরা
পেঁয়াজকে স্ট’ক করে রেখে পেঁয়াজের দাম বাড়াচ্ছে। সেখানে আমাদের দেশের হা’রভাঙ্গা,সোনালী ফসল ফলা কৃষক ভাইয়েরা নিয়ে এলো নতুন দেশি পেঁয়াজ। কৃষক ভাইয়েরা দেখিয়ে দিলো আম’রাও পারি।দেশে পেঁয়াজ সঠিক ভাবে চাষ করলে ভা’রতের কাছে আমাদের হাত পাততে হবে না।
দেশের কিছু কিছু জায়গায় নতুন পেঁয়াজ চলে এসেছে। জয়পুরহাট,বগুড়া সহ আজ মানিকগঞ্জের একটি বাজারে নতুন পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে যার বাজার দর প্রতি কেজি ৫৫ টাকা।
কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সর্বত্র বাজারে চলে আসবে দেশীয় পেঁয়াজ। এর মাধ্যমে খুব শীঘ্রই পেঁয়াজের স’ঙ্কট কে’টে যাবে বলেও আশা করা হচ্ছে।দেশিও পিয়াজ উতপাদনেে কৃষকভাইদের এগিয়ে আসতে হবে আরো তৎপর হতে হবে।