সোনালী ব্যাংক লিমিটেড-এর সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান মো. আতাউর রহমান প্রধান।
এ উপলক্ষে বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে উপজেলাবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা প্রদান করা হয় ।
শুক্রবার, ৮ নভেম্বর সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. তাহাজুল ইসলাম মিঠু।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মো. মোতাহার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর মেয়র মো.শমসের আলী, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু, বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. ফজলুল হক প্রমূখ।
পরে উপজেলাবাসীর পক্ষ থেকে ক্রেস্টসহ অন্যান্য উপহারসামগ্রী তার হাতে তুলে দেয়া হয়।