পাবনায় আলাদা সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন ও নাসিম হোসেন নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে জেলার ঈশ্বরদী ও সুজানগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, দুপুরে ঈশ্বরদীতে দু’টি ব্যাটারিচালিত আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নামের এক যাত্রী আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে জেলার সুজানগরে ব্যাটারিচালিত আটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম হোসেন নামের একজন নিহত হন। সুজানগর-নাজিরগঞ্জ সড়কের কাচোরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।