সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা জানা যায়নি।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপড়া স্টেশনের কাছে আসার পরপরেই ইঞ্জিনের পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আসছে।