বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মোঃ মনিরুল ইসলামকে (মোহনা টিভি) সভাপতি ও শাহরিয়ার মাসুদকে (দৈনিক সকালবেলা) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির কমিটির অনুমোদন দেয়া হয়।
সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেলে এ কমিটির অনুমোদন দেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সমন্বয়ক নিউজ ২৪ এর নাজিয়া কনা, উপদেষ্টা দৈনিক খোলা কাগজের জাফর আহমেদ, একুশে টিভির সিফাত আল-আমিন (তন্ময়)।
কমিটির সদস্যরা হলেন-সহ-সভাপতি কাজী আশিকুর রহমান (দৈনিক খোলা কাগজ), যুগ্ম-সাধারণ সম্পাদক জাফর ইকবাল (ঢাকা১৮.কম), সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান (দৈনিক ভোরের দূত), অর্থ-সম্পাদক তায়েব হোসেন (অধিকার.নিউজ), দপ্তর সম্পাদক মোঃ মমিনুল হক খান (ঢাকা১৮.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ বিশ্বাস (এবিসি নিউজ), প্রশিক্ষন ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হুসাইন দীপ্ত (সাগর কন্ঠ২৪.কম), মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা মিমি (সপ্ততারকা)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন-মোঃ আব্দুল মুকিত (মোহনা টিভি), সাঈদ তাহসিন জামান (দৈনিক ভোরের পাতা), সাইদুর রহমান সিমান্ত (সপ্ততারকা), সোহরাব হোসেন (আবহবিডি.কম), রুহুল আমিন (ইত্তেহাদ)।