ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ শত ৪৮ টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সাইদুর রহমান।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে বড়বাড়ী ইউনিয়নের পল্লীবিদ্যুৎ সাবষ্টেশন সংলগ্ন তীরনই ব্রীজের পূর্ব পার্শ্ব থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাইদুর রহমান (৩২) বেলসাড়া ঝুল্লিবস্তি গ্রামের জামাল উদ্দীনের ছেলে ও পলাতক আসামী বেলসাড়া বানিয়াবস্তি গ্রামের মৃত আজিম উদ্দীন ওরফে ডোকন এর ছেলে রাশেদ আলী ওরফে ডিমালু (৩৭)।
গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার এসআই ডালিমের নেতৃত্বে এসআই ইসাহাক, এএসআই জাহিনুর, এএসআই আব্দুল্লাহ্ ও তার সঙ্গীয় ফোর্সসহ পল্লীবিদ্যুৎ সাবস্টেশনের পার্শ্বে অবস্থান নিলে সন্দেহজনক অটোবাইক থামালে রাশেদ আলী ওরফে ডিমালু দ্রুত পালিয়ে যায়। অটোবাইকের ড্রাইভারকে তল্লাশি করলে তার পাঞ্চাবির পকেট থেকে ৩৪৮ টা ইয়াবা বড়ি উদ্ধার করেন এবং তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় ২ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ সালের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দিয়ে আজ বিকালে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোসাব্বেরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।