বিজ্ঞাপন
প্রকাশ: ২০১৯-০১-১১ ১৩:০০:৩৮
১. যেকোনো বিজ্ঞাপন ছাপানো অথবা বন্ধ করার অথবা বিশেষ বা জরুরি কারণে এক দিন আগে-পরে প্রকাশের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
২. বিজ্ঞাপনের বিষয়বস্তু অবশ্যই তিন দিন আগে কার্যালয়ে পৌঁছাতে হবে।
৩. প্রতিটি বিজ্ঞাপন ছাপানোর জন্য অবশ্যই ছাপানোর কার্যাদেশ (ইনসারশন অর্ডার) দিতে হবে।
৪. প্রতিটি বিজ্ঞাপন নির্দিষ্ট মূল্যপ্রাপ্তির পরই বিজ্ঞাপন ছাপানো হয়।
৫. আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে আমরা বিজ্ঞাপন বুকিং নিয়ে থাকি।
৬. কোনো বিজ্ঞাপন বাতিল করার সর্বনিম্ন সময় হচ্ছে ১ (এক) দিন।