বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ১৭ মার্চ দেশি বিদেশি অতিথিদের নিয়ে আয়োজিত হবার কথা ছিল মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান।
এতে থাকার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও অনেকের। তবে বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তার বদলে ছোট আকারে টুঙ্গীপাড়ায় মুজিব বর্ষের উদ্বোধন করা হবে।
রবিবার (৮ মার্চ) এই তথ্য জানান মুজিব বর্ষ বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল চৌধুরী। তিনি বলেন, জনসমাগম এড়ানোর জন্য প্যারেড স্কয়ারের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
এই অনুষ্ঠানটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার (৯ মার্চ) কমিটির বৈঠক হবে। বৈঠক শেষে মুজিব বর্ষের অনুষ্ঠানের নতুন সূচি জানানো হবে।