নভেম্বরে অনুষ্ঠিতব্য কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সম্মেলনে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন। আজ সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের জানান, ‘যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের সম্মেলনের প্রস্তুতি চলছে। ৬, ৯, ১৬ ও ২৩ নভেম্বর এসব সম্মেলন হবে।
প্রধানমন্ত্রী এই চারটি সম্মেলনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে এই চারটি সংগঠনের সম্মেলন হবে। এরইমধ্যে সম্মেলনের প্রস্তুতি ও মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।’
উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর কৃষক লীগ, ৯ নভেম্বর শ্রমিক লীগ, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ও ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনানুষ্ঠানিক বৈঠকে এসব সম্মেলনের তারিখ নির্ধারিত হয়।