জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ৭৪জন শিক্ষক আছেন যাদের নিয়োগের জন্য দেয়া বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতাও নেই। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরকম কোনো ঘটনা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শুক্রবার টিএসসিতে এক সেমিনারে এ তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমান জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান আরও বলেন, গত এক দশকে ৯৫৪ শিক্ষকের মধ্যে ৭৪ জনের শিক্ষক নিয়োগের জন্য দেয়া বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতা ছিল না। তাহলে শিক্ষার মান ঠিক থাকবে কী করে?
জবিতে ন্যূনতম যোগ্যতা ছাড়া কোনো শিক্ষক নিয়োগের ঘটনা ঘটেনি দাবি করে তিনি বলেন, গত চার-পাঁচ বছরে এমন কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, এসব শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দীক উপাচার্য থাকাকালীন সময়ে নিয়োগ দেয়া হয়েছে।