সার ব্যবসায়ী রাজীব প্রসাদ যাচ্ছিলেন নিজ শহর বগুড়া থেকে রাজশাহী। বগুড়া বাসস্ট্যান্ডে যাওয়ার পথে রিকশায় ফেলে গিয়েছিলেন একটি ব্যাগ, ব্যাগে ছিল ২০ লাখ টাকা নগদ। ব্যবসায়ী রাজীব এই টাকার আশা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু রিকশাওয়ালা লাল মিয়া টাকা পুলিশের মাধ্যমে ফেরত দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে। এদিকে পুলিশ জানতে পারে লাল মিয়া ভাড়ায় রিকশা চালায়। তাই পুলিশ তাকে একটি নতুন রিকশা উপহার দেয়ার অনুরোধ করলে তাতে রাজী হন রাজীব প্রসাদ। আগামী রোববার রাজীবের দেয়া রিকশা ও একটি মোবাইল ফোন পুলিশের মাধ্যমে উপহার দেবেন লাল মিয়াকে।
বগুড়া সদর থানার এস আই জহুরুল ইসলাম জানান, আজো সমাজে মানুষ অনেক মাহনুভবতার পরিচয় দেন, লাল মিয়া তাদেরই একজন। পরে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে রাজীব প্রসাদের হাতে তার হারানো প্রায় ২০ লাখ টাকা তুলে দেন।