দেশের দ্বিতীয় বড় অপারেটর রবির গ্রাহক সংখ্যা এখন ৫ কোটি ছাড়িয়েছে।অক্টোবরের শুরুতেই অপারেটরটি এই মাইলফলক স্পর্শ করে।বৃহস্পতিবার এক ভার্চুয়াল আয়োজনে অর্জনটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় রবি।
এতে যোগ দিয়ে রবিকে অভিনন্দন জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক।এছাড়া ভিডিও বার্তায় রবিকে অভিনন্দন জানান রবির মাতৃ প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদের শীর্ষ কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ।
মোস্তাফা জব্বার রবিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রবির এই অর্জন মাইলফলক হিসেবে কাজ করবে। অভিনন্দন জানিয়ে মো. জহুরুল হক বলেন, রবির দায়িত্ব বেড়ে গেলো। উদ্ভাবনী সেবা নিয়ে অপারেটরটি আরও এগিয়ে যাবে।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন, উদ্ভাবনী সেবায় বিনিয়োগ ও ডেটার মানসম্মত সেবার কারণে রবি এগিয়ে গেছে। দেশে ফোরজি নেটওয়ার্কে এগিয়ে আছে রবি।সাহেদ আলম বলেন, করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে রবি। জুনের শেষ হতে রিকাভার করতে শুরু করেছেন তারা।‘ধীরে ধীরে আগের পর্যায়ে যাচ্ছি। আমরা দেখছি ইকোনমিতে ন্যাশনাল গ্রোথ বাড়ছে।
মোবাইলের ক্ষেত্রেও ধাক্কা কাটিয়ে উঠছে। আশাকরছি বছর শেষে অনেকটাই কাটিয়ে উঠতে পারবো’ বলছিলেন তিনি।রবির শীর্ষ কর্মকর্তারা গ্রাহকদের ধন্যবাদ জানান।৫ কোটির মাইলফলক অর্জন উপলক্ষে বিভিন্ন অফার ঘোষাণা করেছে অপারেটরটি। প্রতিদিন ৫ কোটি এমবি ফ্রি ডেটা দেয়াসহ সারাদেশে অনাথালয়গুলো খাবার সরবরাহ করবে তারা।