এবার আদালতে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা, এলাকা ঘিরে চাঞ্চল্য

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১৪:৫৯:৩৫, আপডেট: ২০১৯-০৭-১৫ ১৫:৩৭:৪৩

কুমিল্লায় আদালতেই ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে।এ নিয়ে আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ নিয়ে নানা মহলে প্রশ্ন আদলতের মতো জায়গায় কি ভাবে এমন ঘটনা ঘটে?

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার ৩নং আমলি আদালতে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত ব্যক্তির নাম ফারুক (২৮)।

নিহত ফারুক মনোহরগঞ্জ উপজেলার অহিদুর রহমানের ছেলে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ খুনি হাসানকে আটক করেছে।

তবে কেন বা কি কারণে এই ঘটনা ঘেটেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ।তবে পুলিশ জানিয়েছে তারা উভয়ই একটি হত্যা মামলার আসামি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফারুককে অপর এক আসামি ছুরিকাঘাত করার পর আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এতো নিরাপত্তার মাঝেও আসামির ছুরি নিয়ে আদালতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আদালত প্রাঙ্গণে দিন দুপুরে এমন জঘন্য ঘটনা আশ-পাশে থাকা লোকদের ভয়ের সৃষ্টি করেছে।স্থানীয়দের অনেকে শঙ্কার কথা প্রকাশ করেছেন।