এবার রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দেয়ার দাবি

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০৭-১৮ ০১:১৯:০২

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এ দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার দাবি জানিয়েছে ।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগর কমিটির কাউন্সিলে গত বৃহস্পতিবার এ দাবি জানানো হয়।

কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও প্রধান অতিথি শায়খ আব্দুল মোমিন, মহাসচিব নূর হোসেন কাসেমী, বাহাউদ্দিন জাকারিয়া, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাত দফা প্রস্তাব তুলে ধরেন।

এগুলো হলো- ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদ করা, পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ বাতিল করা, নারী নির্যাতন বন্ধ করা, আশ্রয় দেয়া রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দেয়া ও তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, মাদক নির্মূল করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং শিক্ষাব্যবস্থার উন্নতি করা।