করোনা চিকিৎসায় নিজ বাড়ি দিতে চান ছাত্রলীগ নেতা এরশাদ

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০২০-০৩-৩১ ২১:৫৪:৩২

করোনাভাইরাসে আকান্ত রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতাল বানাতে নিজের বাড়ি দিতে চান গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ। দেশের ক্লান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকে এই উদ্যোগ নিয়েছেন তিনি। সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমের কাছে এই আগ্রহের কথা জানান মাসুদ রানা এরশাদ।

তিনি বলেন, গাজীপুর নগরীর উত্তর ছায়াবিথী এলাকায় ‘হাই হাউস’ (এফ-১৪৬/৩) নামে চার তলা একটি বাড়ি রয়েছে। এখানে আমি নিজে বসবাস করি। দেশের এই দুর্দিনে করোনা রোগীদের চিকিৎসার জন্য সরকার অস্থায়ী হাসপাতাল নির্মান করতে চাইলে আমি আমার বাড়িটি ব্যবহারের জন্য দিতে আগ্রহী। সরকার প্রয়োজনে বাড়িটিকে হাসপাতালে পরিণত করে আক্রান্তদের চিকিৎসা করতে পারবে।

এরশাদ আরও বলেন, আসুন যার যার অবস্থান অনুযায়ী করোনা মোকাবেলায় সরকারের পাশে দাঁড়াই, দেশ ও মানুষের কল্যাণে এগায়ে আসি।

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, তার এই মানসিকতাকে আমরা সাধুবাদ জানাই। তার মত সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

উল্লেখ্য, বর্তমানে গাজীপুর জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১১ জন। আর বিদেশ ফেরত ১ হাজার ৫৪৩ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।