বিশ্ব পাসপোর্ট সূচকে বাংলাদেশের ৩ ধাপ উন্নতি

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০১-১০ ১৯:৪৮:০৭

হ্যানলি পাসপোর্ট সূচকের সর্বশেষ তথ্যে তিন ধাপ উন্নতি হয়ে ৯৭তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

বুধবার প্রকাশিত সূচক অনুযায়ী, ৪১ দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়া বাংলাদেশের সাথে তালিকায় যৌথভাবে অবস্থান করছে লেবানন, লিবিয়া ও দক্ষিণ সুদান।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ১০২তম (ভিসামুক্ত প্রবেশাধিকার ৩৩ দেশ), ভারত ৭৯তম (ভিসামুক্ত প্রবেশাধিকার ৬১ দেশ), শ্রীলংকা ৯৫তম (ভিসামুক্ত প্রবেশাধিকার ৪৩ দেশ), নেপাল ৯৮তম (ভিসামুক্ত প্রবেশাধিকার ৪০ দেশ) ও মিয়ানমার ৯০তম (ভিসামুক্ত প্রবেশাধিকার ৪৮ দেশ) স্থানে রয়েছে।