শ্বাসকষ্টে ৪ জনের মৃত্যু, চার জেলায় ৮০ বাড়ি লকডাউন

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০২০-০৩-৩০ ১৮:০৯:৫৬

জ্বর-কাশি ও শ্বাসকষ্টে চার জেলায় চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের ৮০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

দিনাজপুরের বিরামপুরে জ্বর-কাশি ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লায় কাজ করার সময় প্রবাসীর সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তার বাড়িসহ পাশের ৫০টি বাড়ির মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীতে গতরাতে শ্বাসকষ্টে এক ব্যক্তি মারা গেছেন। পরে তার বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। মরদেহের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে আইইডিসিআরে।

কুষ্টিয়ায় জ্বর-ঠান্ডা ও শ্বাসকষ্টে মারা গেছেন এক ইজিবাইক চালক। তার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। তার সংস্পর্শে যাওয়া দুই চিকিৎসক স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন।

এদিকে, যশোর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরে এক নারী কভিডে আক্রান্ত সন্দেহে তার ও পাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

দেশে প্রথম কভিড রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ জন। মারা গেছেন পাঁচ জন। আর সুস্থ হয়েছেন ১৯ জন।