প্রাচ্যের অক্সফোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আজ রবিবার (৭ জুলাই) পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান বিডি২৪লাইভকে জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।