দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশে এখন আর বেকার সমস্যা নেই।
প্রায় সকল পরিবারেই আছে সরকারি চাকরিজীবী। বর্তমান বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। আর সে কারণেই শিক্ষা খাতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে।
শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় নাসিরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন আর কোনো খাদ্যের অভাব নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আমিরুল হাসান কামাল, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামসহ আরো অনেকে।