এবার ৪৪ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০৭-০৬ ১২:৩৭:৪৮, আপডেট: ২০১৯-০৭-০৬ ১২:৪০:২৯

ভারতের বিপক্ষে আগের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে উইকেট সংখ্যাকে তিন অঙ্কে নিতে আর কেবল দুই উইকেট দরকার ছিল তার। ইমাম-উল-হক আর হারিস সোহেলকে আউট করে পাকিস্তানের বিপক্ষে অনুমিতভাবেই সেটা করে ফেলেছেন তিনি।

ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন মোস্তাফিজ।

শুধু তাই নয়, বিশ্বকাপ ইতিহাসে মোস্তাফিজ দ্বিতীয় বোলার হিসেবে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট নেন। এর আগে ১৯৭৫ বিশ্বকাপে গ্যারি গিলমোর প্রথম এই কীর্তি গড়েন। সেই বিশ্বকাপে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট নেন এই অজি পেসার। আর মোস্তাফিজ নিলেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

এছাড়া প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ও সবমিলিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মোস্তাফিজ। তিনি অনার্স বোর্ডে নাম লেখানো ১২তম বোলার।