বাংলাদেশ দলের নতুন কোচ সুজন

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০৭-১৫ ২১:৩৪:১০

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।

সোমবার (১৫ জুলাই) মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

তবে এখনও বিষয়টি নিশ্চিত না হলেও বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে অন্তর্বর্তীকালীন কোচ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, প্রধান কোচের খোঁজে আছে বোর্ড। এর মাঝে প্রত্যাশা অনুযায়ী কোচ না পাওয়া গেলে সুজনকেই দায়িত্ব দেয়ার কথা ভাবছেন তাঁরা। আপাতত আমরা সুজনকে দিয়ে কাজ চালাচ্ছি। তবে এখনও নিশ্চিত করতে পারছি না। দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।’

২০১৭ সালে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের আকস্মিক বিদায়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন সুজন। তাঁর অধীনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ দল।

এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেন সুজন। নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি।