মক্কায় আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০৮-০১ ০২:০২:৫৪

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের পবিত্র ভূমি মক্কায় আরো চার বাংলাদেশি মারা গেছেন।

চার বাংলাদেশি হলেন সাতক্ষীরার নগরঘাটার বাসিন্দা আনোয়ারা খাতুন (৬৯), মাদারীপুরের সাহেব রামপুরের বাসিন্দা আবদুল জলিল মিয়া (৭৫), ফেনী জেলা সদরের শামছু ড্রাইভার বাড়ির বাসিন্দা মোহাম্মদ শাহাজাহান (৬১) ও কুমিল্লার বরুড়া উপজেলার জিগাতলার বাসিন্দা আবদুল বারেক (৬১)।

বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে এই চার হজযাত্রী মারা গেছেন বলে মক্কায় বাংলাদেশ হজ অফিস জানিয়েছে।

এদিকে সৌদি আরবে এবার হজ পালন করতে এসে এখন পর্যন্ত মক্কায় ২০ জন, মদিনায় তিনজন ও জেদ্দায় একজনসহ মোট ২৪ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। তার মধ্যে পুরুষ ২১ জন ও নারী তিনজন।

বুধবার বিকেলে পর্যন্ত বাংলাদেশ থেকে ২৯১টি ফ্লাইটে মোট ১ লাখ ২ হাজার ৪৬৭ জন হজযাত্রী সৌদি আরবে এসেছেন।

তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৫ হাজার ৫৫১ জন এসেছেন। সূত্র: এনটিভি