মক্কায় বাংলাদেশি দুই হজযাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৯-০৭-১৩ ১৫:৫৭:২৪

মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার আন্দিকোট গ্রামের আবুল হাশেম (৬১) ও বগুড়ার সোনাতলা থানার বালুয়া গ্রামের সালজার রহমান (৬১)।

শুক্রবার (১৩ জুলাই) মক্কায় এ দু’জন হজযাত্রীর মৃত্যু হয়। আবুল হাশেম (পাসপোর্ট নম্বর- বিকিউ ০১০৪৪১৪ ও পিলগ্রিম আইডি- ০১৪২০৩৯) তানভীর ট্রাভেলসের মাধ্যমে গত ১১ জুলাই বিজি ৩০১৯ ফ্লাইটযোগে সৌদি আরবে যান।

তিনি মক্কায় হোসাইন মারজুক আল ফাহমি হোটেলে অবস্থান করছিলেন।

এছাড়া সালজার রহমান (পাসপোর্ট নম্বর বিএক্স ০২৬৫৭৯৬ ও পিলগ্রিম আইডি ০৭৫২২৭৫) এহসান এয়ার ট্রাভেলসের মাধ্যমে গত ৮ জুলাই বিজি ৩০১১ ফ্লাইটযোগে সৌদি আরব যান।

তিনি মক্কার আজিজিয়া এলাকায় শরিফা বিনতে মোহসানের বাড়িতে অবস্থান করছিলেন।

এ দু’জন নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

তাদের আগে গত ৬ জুলাই মক্কায় রাজধানীর পল্লবীর বাসিন্দা সেলিম (৫৬) মারা যান। ঢাকা জেলার বাসিন্দা সেলিমের পাসপোর্ট নম্বর বিকে ০৫৭৭৫৬৪।